এবার দীঘা ভ্রমণে নতুন সুযোগ দিচ্ছে রেল

এবার দীঘা ভ্রমণে নতুন সুযোগ দিচ্ছে রেল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ধেয়ে আসছে মিধিলি, দিঘা উপকুলে জারি সতর্কতা

১৮ নভেম্বর, ঠান্ডায় সমূদ্রের নোনা জল গায়ে মাখতে চান? রোমেন্টিক এই মরশুমে মনে প্রানে শিহরণ জাগাতে সোজা চলে যান দিঘার সৈকতে। এবছর শীতকালীন ভ্রমণে দিঘায় যেতে ইচ্ছুক পর্যটকদের ভাড়ায় ছাড় দেবে দক্ষিন- পূর্ব রেল। পর্যটক টানতেই এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, বলে জানিয়েছে রেল। তবে নির্ধারিত কয়েকটি ট্রেনেই মিলবে এই বিশেষ সুবিধা।

আগামি ৮ ডিসেম্বর থেকে  ৩১ মার্চ পর্যন্ত এই ছাড় চলবে। হাওড়া-দিঘা সুপার ডিলাক্স ও হাওড়া গামী কান্ডারি এক্সপ্রেস ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে ২০ শতাংশ ছাড় ও এসি চেয়ার কারে ১৫ শতাংশ ছাড় মিলবে। তবে শুক্র ও শনিবার এই ছাড় মিলবে না। সড়ক পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায়, রেলপথ পাল্লা দিয়ে ভাড়ার পরিমান কমাতে আগ্রহ দেখিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top