এবার নুসরাত ইস্যুতে মুখ খুললেন তসলিমা নাসরিন

এবার নুসরাত ইস্যুতে মুখ খুললেন তসলিমা নাসরিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৬ জুন ২০২১: বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া খুললেই একটাই বিষয় সামনে আসছে, সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান নাকি মা হতে চলেছে। এই নিয়ে যদিও এখনো পর্যন্ত অভিনেত্রী কোনো মতামত প্রকাশ করেন নি। তবে তাঁর স্বামী নিখিল জানিয়ে দিয়েছেন যদি নুসরাত জাহান প্রেগনেন্ট থাকেন তাহলে ঐ সন্তান নিখিলের নয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে নিন্দার ঝড় তুলেছে। এরইমধ্যে দেখা গেল বিখ্যাত লেখিকা তসলিমাকে নুসরাত নিয়ে কথা বলতে।

তাঁর ফেসবুক পোস্টে টলি নায়িকা নুসরত জাহানকে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তুলনার পাশাপাশি পুরুষ নির্ভর সম্পর্ক নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তসলিমা ।তসলিমার পোস্টের শুরুতেই নুসরতের সঙ্গে নিখিল জৈনের সম্পর্কের খতিয়ান। দু’জনের সম্পর্ক যে আর মধুর নয়, ‘খবর’ দেখে তা বুঝেছেন তসলিমা। তাঁর প্রশ্ন, ‘…এই যদি পরিস্থিতি হয়, তবে নিখিল আর নুসরতের ডিভোর্স হয়ে যাওয়াই কি ভালো নয়?

অচল কোনও সম্পর্ক বাদুড়ের মতো ঝুলিয়ে রাখার কোনও মানে হয় না। এতে দু’পক্ষেরই অস্বস্তি’। এরই পাশাপাশি একের পর এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার ধারাবাহিকতা নিয়েও কটাক্ষ ফুটে ওঠে লেখিকার কলমে। তিনি লেখেন, একজন নারী স্বনির্ভর এবং সচেতন হলে সন্তানের অভিভাবক তিনি নিজেই হতে পারেন। পিতৃপরিচয়ের মুখাপেক্ষী তাঁকে হতে হয় না। নুসরতকে সেই ভাবেই সন্তানকে বড় করার পরামর্শ দিয়েছেন তিনি। তসলিমার অনুমান, সুখের সন্ধানে নিখিলের সঙ্গে দাম্পত্য থেকে বেরিয়ে যশের সঙ্গে তৈরি সম্পর্কের পরিণতি শেষমেশ একই হবে। কারণ তিনি মনে করেন, ‘নিখিল এবং যশের মধ্যে কী এমন আর পার্থক্য। পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই। এক জনকে ত্যাগ করে আরেক জনকে বিয়ে করলে খুব যে সুখময় হয়ে ওঠে জীবন, তা তো নয়’। তাই মনের মতো সঙ্গী পাওয়ার এই ‘রেস’ থেকে নুসরতকে বিরত থাকার উপদেশ দিয়েছেন তিনি। কারণ তাঁর কথায়, ‘স্বাধীনচেতা নারীর কাঙ্ক্ষিত পুরুষ কল্পনায় থাকে, বাস্তবে নয়’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top