পর্নোগ্রাফি মালায় নতুন মোড়। গত বৃহস্পতিবার রাজ কুন্দ্রার জামিনের আবেদনের শুনানি না হাওয়ায় শনিবার ফের সময় দেওয়া হয়েছিল। বিগত কয়েকদিন দিন ধরেই খবরের শীর্ষে রাজ কুন্দ্রা। এবার সেই পর্ন ভিডিও কাণ্ডের সঙ্গে যুক্ত থাকা সকলেই প্রমাণ নষ্ট করেছেন এমন অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, তারা প্রমাণ নষ্ট করতে শুরু করে গ্রেফতার করা হয় তাদের। বোম্বে হাইকোর্ট রাজের একটি আবেদনের শুনানি মুলতবি করেছেন। সেই আবেদনে বলা ছিল যে, পর্ণোগ্রাফি মামলায় তার গ্রেফতারের কারণ অবৈধ ছিল, কোনও নোটিশ ছাড়াই গ্রেফতার করা হয়েছিল বলে দাবি।
খবর সূত্রে আরও জানা গিয়েছে রাজ কুন্দ্রা এবং তার সহযোগী রায়ান থার্পকে যথাযথ নোটিশ দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে থার্প তা মেনে নিলেও, তখন কুন্দ্রা একেবারেই অস্বীকার করেছিল। এখনও অবদি এই পর্নোগ্রাফি মামলার সঙ্গে জড়িত ভিডিও মুছে দিয়েছেন সে, তা কোনও ভাবেই মানতে নারাজ রাজ। যদিও পুলিশ মুছে দেওয়া ভিডিও পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।