এবার নাকি বাংলাদেশি ছবিতে দেখা যাবে সানি লিওনকে। সূত্রের খবর, শাপলা মিডিয়ার ব্যানারে একটি ছবি নির্মিত হতে চলেছে। তারই একটি আইটেম গানে শাকিব খানের সঙ্গে পারফর্ম করবেন সানি। যদিও এনিয়ে কোনও চূড়ান্ত খবর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি। এছাড়া শোনা যাচ্ছে ‘বিক্ষোভ’ নামে একটি ছবিতেও নাকি দেখা যাবে তাঁকে।
সোমবার নাকি মুম্বইয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির পরিচালক শামিম আহমেদ রনি জানিয়েছেন, সানির সঙ্গে তাঁদের কথা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বইয়ে গানটির শুটিং হয়ে যাবে বলে খবর। এর জন্য নাকি প্রচুর টাকা খরচ করে সেট বানানো হয়েছে। গানে সানির সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা রাহুল দেবকে।