এবার বারাসাত কলেজে সানি লিওনের সাথে আরো তিন পর্ন ষ্টার

এবার বারাসাত কলেজে সানি লিওনের সাথে আরো তিন পর্ন ষ্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা:-কলেজের মেধা তালিকায় সানি লিওনের নাম , খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পরে গেছিলো চারপাশে। এবার আরো একধাপ এগিয়ে , এক বা দুই নয় একসাথে চারজন পর্নস্টারের নাম বারাসত গর্ভমেন্ট কলেজের ভর্তির মেরিট লিস্টে। তা নিয়েই চাঞ্চল্য গোটা বারাসাত জুড়ে। মিয়া খালিফা বা সানি লিওনের মত পর্ন স্টার দের ভর্তির আবেদন উত্তর ২৪ পরগনার সরকারি কলেজে। পর্ন স্টারদের নেটে থাকা জীবন পঞ্জীর সঙ্গে আবেদনের তথ্য মিলে যাচ্ছে। তাদের আবেদনে উচ্চ মাধ্যমিক এর নম্বর গুলির সঙ্গে ঠিকানা ও থাকছে।বারাসত কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন তাদের কাছে থাকা তথ্যগুলি এই আবেদন কে বৈধতা দিচ্ছে না। বরং তার দাবী কেউ ষড়যন্ত্র করে ফেক পোস্ট করেছে। অন্য দিকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর এবার চার জন পর্ন ষ্টার সংস্কৃত , রসায়ন , ভূগোল এবং ইংরেজি তে অনার্সের তালিকাভুক্ত।


স্বয়ং সানি লিওনে গোটা বিষয়টি নিয়ে নিজে টুইট করেছেন মজার ছলে আর তারপর থেকেই কমেন্ট আর রিটুইটের বন্যা।

কিন্তু সরকারি কলেজে কিকরে এতো বড়ো একটা ঘটনা ঘটে গেলো, স্বভাবতই কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তাদের দাবি গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কলেজ কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কিছু মানুষ এমন কথাও বলছে কলেজ কর্তৃপক্ষ।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top