এবার বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন দীপিকা কুমারি

এবার বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন দীপিকা কুমারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৮ জুন, ২০২১ : বিশ্ব তিরন্দাজি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন ভারতীয় তারকা তিরন্দাজ দীপিকা কুমারি। রবিবার তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি ইভেন্টে সোনার হ্যাটট্রিকের পর আরও এক পুরস্কার পেলেন।

https://twitter.com/worldarchery/status/1409135693369073665

৩টি সোনা জেতার পর টোকিও গেমসের জন্য সরাসরি ছাড়পত্রও পেয়ে গেলেন রাঁচির কন্যা দীপিকা। ওয়ার্ল্ড আর্চারির তরফে টুইটারে একটি পোস্ট করা হয়েছে , সেখানে লেখা হয়েছে , “এই পারফরম্যান্স সোমবার দীপিকাকে বিশ্ব তিরন্দাজি র‍্যাঙ্কিংয়ের প্রথম স্থানে পৌঁছে দেবে।”রবিবার তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি ইভেন্টে প্রথমে দীপিকা মহিলা রিকার্ভ দলের হয়ে সোনা জেতেন।

https://twitter.com/worldarchery/status/1409161796661956611

এর পরে স্বামী অতনু দাসের সঙ্গে রিকার্ভ মিক্সড বিভাগেও জুটিতে সোনা পান।এখানেই শেষ নয়, এর পরে ব্যাক্তিগত বিভাগে সোনা পেয়ে হ্যাটট্রিক করেন দীপিকা কুমারি। একক বিভাগের টুর্নামেন্টের ফাইনালে তিনি রাশিয়ার এলিনা ওসিপোভাকে ৬-০ পয়েন্টে হারান। তিরন্দাজি বিশ্বকাপে এই নিয়ে চতুর্থ বার সোনার পদক জয় করলেন ২৭ বছর বয়সী দীপিকা।

https://twitter.com/worldarchery/status/1409065913207427072

সোনার হ্যাটট্রিক করে দীপিকা বলেন, “এই প্রথম বার বিশ্বকাপে আমি তিনটি সোনা জিতলাম। আমি ভীষণ খুশি তবে এর পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাও রয়েছে, যার জন্য আরও উন্নতি করতে হবে।”মিক্সড ডবলসে স্বামী অতনু দাসের সঙ্গে সোনা জেতেন দীপিকা কুমারি।

https://twitter.com/worldarchery/status/1409086701742481410

প্যারিসের তিরন্দাজি বিশ্বকাপে মিক্সড রিকার্ভ দলের হয়ে তারকা দম্পতি ফাইনালে ৫-৩ পয়েন্টে হারান নেদারল্যান্ডসের গ্যাব্রিয়েল স্কলোসার ও সজেফ ভ্যান ডেন বার্গ জুটিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top