নিউজ ডেস্ক, ৩ জুন ২০২১ :
এবার ভ্যাকসিন নিলেই মিলবে ফ্রি বিয়ার। এমনটাই জানালো বাইডেনের প্রশাসন। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস।
এবং ওই দিনের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্কদের অন্তত পক্ষে করোনা টিকার একটা ডোজ দেওয়ার লক্ষ্য নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাতেই নয়া চমক দিল বাইডেন প্রশাসন। ঘোষণা করল, টিকা নিলেই প্রাপ্তবয়স্করা পাবেন বিনামূল্যে এক বোতল করে বিয়ার।উল্লেখ্য , আমেরিকায় এই গোটা জুন মাসকে ‘মনথ অফ অ্যাকশন ‘ বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বলা যায় সাধারণ মানুষের মধ্যে থেকে করোনার টিকা নেওয়ার বিষয়ে যে অনিহা রয়েছে, তা দূর করতে ইতিমধ্যে আমেরিকায় শুরু হয়েছে এমন একাধিক অফার। যেমন কোথাও আর্থিক উপহার দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। আবার কোনও কোনও অফিস কর্মচারিদের বেতন-সহ ছুটিও দিচ্ছে বাইডেন সরকার।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত আমেরিকায় ৬২.৯ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত পক্ষে করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। ১৩৩.৬ মিলিয়ন মানুষ সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন। তবে আগের তুলনায় বর্তমানে আমেরিকায় দৈনিক টিকাকরণের হার কমেছে। যাতে সব মানুষ টিকা নিতে রাজি হয় তার জন্যই এই নয়া পন্থা বের করেছে বাইডেন সরকার।