এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা অর্জুন সিংয়ের! তবে কি ফের ভাঙন বিজেপিতে?

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা অর্জুন সিংয়ের! তবে কি ফের ভাঙন বিজেপিতে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা অর্জুন সিংয়ের! তবে কি ফের ভাঙন বিজেপিতে? রাজ্য বিজেপিতে ভাঙনের পালা যেন শেষ হবার নাম নিচ্ছে না। একের পর এক বিজেপি সদস্য দলে ত্যাগে পা বাড়িয়েছেন। এবার এই সবের মাঝেই বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গলায় খানিকটা অন্তরকম সুর শোনা গেল। যা অস্বস্তি বাড়িয়েছে বিজেপির অন্দর মহলে। কেন্দ্রের নীতির কারণে বঙ্গের পাট চাষি এবং চটকলের শ্রমিকরা ভুগছেন, এই অভিযোগে এবার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন অর্জুন। শুধু তাই নয়, তিনি প্রয়োজনে মমতার বন্দোপাধ্যায়ের সাথে লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

 

বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছেন, বেশ কিছুদিন হয়ে গেলেও তাঁর আর্জিতে কোনও আমলই দিচ্ছেন না কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী৷ এখানেই শেষ নয়, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফেও কোনও সন্তোষজনক বার্তা পাননি অর্জুন। আর তাই তোপ দেগে বলেছেন, ‘আমি পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দাগছি৷ কারণ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যেখানে বলেছেন কৃষিজ পণ্যের কোনও ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া যায় না, সেখানে পাটের দাম বেঁধে দেওয়া হয়েছে৷ এতে আখেরে কৃষকের কোনও লাভ হচ্ছে না৷ আমরা মানুষের ভোটে জিতেছি৷ আর উনি আকাশপুত্র, হেলিকপ্টার থেকে নেমে সবকিছু পেয়ে গিয়েছেন৷ কৃষক, শ্রমিকের যন্ত্রণা উনি কী বুঝবেন?”

আর ও পড়ুন    সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই

এরপরই এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেন অর্জুন। তার কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী৷ ওনার রাজ্যেই সবথেকে বেশি চটকল শ্রমিক রয়েছে আর পাট চাষ হয়৷ উনি যদি এই বিষয়ে ট্রেড ইউনিয়নগুলিকে আন্দোলনে নামতে বলেন, কোনও বৈঠক ডাকেন, তাহলে আমার কাছে রাজনীতি পিছনের সারিতে চলে যাবে৷ আমি ওনাকে সমর্থন করব৷ আমি তো নিজেই ওনাকে এ বিষয়ে আন্দোলনে নামার জন্য আহ্বান করছি৷’ যা রীতিমত অস্বস্তিতে ফেলেছে রাজ্য বিজেপিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top