এই মরশুমে রিয়াল মাদ্রিদের হোম ও অ্যাওয়ে জার্সির আত্মপ্রকাশ হয়েছে বেশ আগে। তবে তৃতীয় জার্সিটা কিছুতেই দেখা যাচ্ছিল না। এবার আনুষ্ঠানিকভাবে তৃতীয় জার্সিটার সঙ্গেও পরিচয় হয়ে গেল সমর্থকদের। কোরাল পিংক রঙের জার্সিটার যেন আলাদা একটা আকর্ষণ রয়েছে। তবে এই জার্সিটার আলাদা একটা বিশেষত্ব রয়েছে। কারণ, রিয়ালের এই জার্সি বানানো হয়েছে সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিকের আবর্জনা দিয়ে।