এবার রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী তথা শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীকান্ত মাহাতো তিনি তৃণমূলের একদম শীর্ষস্থানীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সহ একাধিক ব্যক্তির নাম নিয়ে বলছেন তারা নাকি খারাপ লোক কে ভাল লোক বলছেন।তাহলে আমরা বাঁচব কী করে?খারাপ লোক কে তো খারাপ লোক বলতে হবে।খারাপ লোকের কথা শুনলে চলবে কী করে?ওরা খারাপ লোকের কথা শুনছে। ভালো লোকের কথা শুনছে না।
এছাড়াও রাজ্য এবং জেলার একাধিক নেতা নেত্রীর নাম যেমন সায়ন্তিকা, নুসরত,জুন মালিয়া থেকে শুরু করে জেলার উমা সোরেন,নেপাল সিং, উত্তরা সিং সহ একাধিক জনের নাম করে ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন ওরা যারা লুটেপুটে খাচ্ছে ওরা যদি সম্পদ হয়, তাহলে তো আর পার্টি করা যাবে না।আর এই ভিডিওকে ঘিরে এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।যদিও এই ভিডিওকে কেন্দ্র করে শ্রীকান্ত মাহাতকে দলবিরোধী মন্তব্যের জন্য শোকজ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে সূত্রের খবর।
আরও পড়ুন – রাজ্য সরকার ক্লাব গুলিকে দুর্গাপূজার টাকা দিলেও মৃৎশিল্পীরা পেলনা কোনও সরকারি সাহায্য
এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন শ্রীকান্ত মাহাতো রাজ্যের মন্ত্রী এবং দীর্ঘদিনের কর্মী তার এক ভিডিওতে দেখা যাচ্ছে তিনি দলবিরোধী কিছু আপত্তিকর মন্তব্য করেছেন।যা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।তাঁরা এ বিষয়ে তাঁকে শোকজ করেছেন।এবং আমি নিজেও ওনাকে বলেছি যে কথা তিনি বলেছেন তা দলবিরোধী এবং দলের উস্কানিমূলক বক্তব্য।আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল একজন মন্ত্রীও যা একজন বুথের সভাপতিও একই।তাই তাকে শোকজ করা হয়েছে। না হলে দল এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
এবার রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী তথা শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীকান্ত মাহাতো তিনি তৃণমূলের একদম শীর্ষস্থানীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সহ একাধিক ব্যক্তির নাম নিয়ে বলছেন তারা নাকি খারাপ লোক কে ভাল লোক বলছেন।তাহলে আমরা বাঁচব কী করে?খারাপ লোক কে তো খারাপ লোক বলতে হবে।খারাপ লোকের কথা শুনলে চলবে কী করে?ওরা খারাপ লোকের কথা শুনছে। ভালো লোকের কথা শুনছে না।