এবার সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু-র নির্মাতাদের আইনি নোটিশ পাঠাল জেলবন্দি গ্যাংস্টার আবু সালেম

এবার সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু-র নির্মাতাদের আইনি নোটিশ পাঠাল জেলবন্দি গ্যাংস্টার আবু সালেম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু-র নির্মাতাদের আইনি নোটিশ পাঠাল জেলবন্দি গ্যাংস্টার আবু সালেম। ১৫ দিন সময় দিয়েছে সে, এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছে সে।

 

সালেমের বক্তব্য, সঞ্জু-তে তার ভাবমূর্তি খারাপ করে দেখানোর চেষ্টা হয়েছে। আইনজীবী প্রশান্ত পান্ডের মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে সে। নোটিশে বলা হয়েছে, একটি দৃশ্যে রণবীর কপূর ওরফে সঞ্জয় দত্ত স্বীকারোক্তি দিচ্ছেন, ১৯৯৩-র সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আবু সালেম তাঁকে অস্ত্র পৌঁছে দিয়েছিল। কিন্তু অস্ত্র সরবরাহ মামলায় সালেমের কোনও হাত ছিল না বলে নোটিশে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে ওই দৃশ্য ছবি থেকে সরানোর দাবি করেছে সে। তার ভাবমূর্তি নষ্ট করার জন্য নির্মাতাদের ক্ষমা চাইতেও বলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top