নিজেস্ব সংবাদদাতা, কলকাতা, ৭ই নভেম্বর, এবার স্বাস্থ্য নিয়ে ‘সংঘাতে’ রাজ্যপাল। ‘কেন রাজ্যে আয়ুষ্মান প্রকল্প চালু হচ্ছে না’? প্রশ্ন রাজ্যপালের। এখানে সবকিছু নিয়ে রাজনীতি হয়, স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা উচিত নয়, বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
তিনি জানান গত তিন মাসে প্রায় ৩ হাজার স্বাস্থ্য সংক্রান্ত আবেদন এসেছে। স্বাস্থ্য সংক্রান্ত সাহায্য চেয়ে অনেকেই আবেদন করেছে রাজভবনে। কিন্তু তার কোনও সদুত্তর কেউই পায়নি। এর থেকেই স্পষ্ট রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কিরকম! সবকিছু নিয়েই রাজনীতি হয় কিন্তু স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা অপরাধ। স্বাস্থ্য নিয়ে শীঘ্রই ভাবা উচিৎ এমনটাই মনে করেন রাজ্যপাল।‘স্বাস্থ্য ব্যবস্থাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত’, মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।