এবিভিপির দুই কলেজ পড়ুয়াকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্রপরিষদের দিকে

এবিভিপির দুই কলেজ পড়ুয়াকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্রপরিষদের দিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৫ই সেপ্টেম্বর :এবিভিপির দুই কলেজ পড়ুয়াকে মারধরের অভিযোগ টিএমসিপি ছাত্রপরিষদের দিকে। শিক্ষক দিবস উপলক্ষে শ্রীচৈতন্য কলেজর বেশ কয়েকজন এবিভিপি সমর্থক ছাত্র আজ কলেজে ঢুকেছিলেন। অভিযোগ টিএমসিপির ছাত্ররা তাদের বেধড়ক মারধর করে আহত হয় তিন কলেজ পড়ুয়া।তার মধ্যে তুহিন দাস নামে দ্বিতীয় বর্ষের এক এবিভিপি সমর্থকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।হাবড়া হাসপাতালে নিয়ে এলে দুটি সেলাই পরে তার মাথায়।এখনো একজন সমর্থকে আটকে রাখা হয়েছে কলেজে।হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হচ্ছে।

টিএমসির পাল্টা অভিযোগ তুহিন দাস নামের এই যুবক আজ কলেজে মদ্যপ অবস্থায় আসে এবং ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করে তারই প্রতিবাদে কলেজের টিএমসিপি ছাত্রপরিষদ ছাত্রদের সাথে সামান্য ধস্তাধস্তি হয় বলে জানিয়েছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের মেম্বার বিশাল দে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top