এমন কি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ভারতী?

এমন কি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ভারতী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৪ জুলাই,২০২১: প্রয়াত বাবার কথা মনে করে কান্নায় ভেসে পড়লেন কমেডিয়ান ভারতী সিং।
মাত্র দু’বছর বয়সে বাবাকে হারান ভারতী। ফলে বাবার তেমন কোনও স্মৃতি তাঁর নেই। বাবার ভালবাসা যে কেমন, তা বোঝার সুযোগও পাননি তিনি ।

একজন পুরুষ কী ভাবে কোনও মহিলাকে কখনও বন্ধু, কখনও বাবা, কখনও প্রেমিক হিসেবে ভালবাসতে পারে, কীভাবে যত্ন নিতে পারে, তার অনুভূতি নাকি ভারতীর হয়েছিল বিয়ের পর। হর্ষ লিম্বাচিয়াকে বিয়ের পর সেই অভাব অনেকটাই পূরণ হয়েছে। এক সাক্ষাৎকারে ভারতী বলেন, “আমার জীবনে শুধু মা ছিলেন। বাবা ছিলেন না। আমার তখন দু’বছর বয়স। বাবা মারা যান। আমি তো তাঁকে দেখিওনি। আমার মনে নেই। বাড়িতে বাবার কোনও ছবি নেই। আমার দিদি এবং দাদা বাবার সঙ্গ পেয়েছিল। আমি পাইনি।” জানিয়েছেন, ছোট থেকে দাদা বা দিদির সঙ্গেও নাকি তাঁর ভাল সম্পর্ক ছিল না। প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত থাকতেন। ফলে তাঁকে আলাদা করে যত্ন করার মতো মা ছাড়া আর কেউ ছিলেন না। ২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। এ বার ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন বলেও জানান ভারতী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top