নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ জানুয়ারি, সল্টলেকের সিডি ব্লকের ৩১২ নাম্বার বাড়ি থেকে এমবিবিএস ডাক্তার জয় বসুর {MBBS (CAL) MD} (বয়স ৪৮) রহস্য মৃত্যু ঘিরে চঞ্চলের সৃষ্টি হয়।তাঁর নিজের ঘরের দরজা ভেঙে খাটের ওপর থেকে মৃত দেহ উদ্ধার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর ,গতকাল সকালে পরিচারিকা এসে দরজা ধাক্কায় কিন্তু দরজা খোলেনি। এরপর বিকেলে না বেরোলে আবার দরজা ধাক্কা দেওয়া হয়।তবু না খোলায় তখনই সন্দেহ হয়।ডাকাডাকি করলে প্রতিবেশীরা সেখানে চলে আসে।সাথে সাথে খবর দেওয়া হয় উত্তর থানায়।পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মধ্যে খাটের উপর থেকে মৃত দেহ উদ্ধার করে।প্রতিবেশীরা জানায়, বেশ কিছুদিন আগে অসুস্থ ছিল।তবে এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।