নিউজ ডেস্ক, ১২ জুলাই ২০২১: “রথ দেখা কলা বেচা”, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একেবারে এই প্রবাদ বাক্যই যেন বাস্তবের রূপ নিচ্ছে। যে হারে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে উত্তাল পশ্চিমবঙ্গ। এই বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারের প্রত্যেকটি দ্রব্যের উপরেই।

কিন্তু করোনা পরিস্থিতিতে সব থেকে আকাল চিকিৎসা ব্যাবস্থার। আর চিকিৎসা ব্যবস্থা বলতে এম্বুলেন্স হল অন্যতম প্রয়োজনীয় যান। কিন্তু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে এম্বুলেন্স এও। পেট্রোলের দাম বেড়েছে, স্বভাবতই এম্বুলেন্স পরিষেবারও দাম বেড়েছে। আর যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

সেই কারণেই এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে আশ্রয়ের পক্ষ থেকে। সরাসরি এম্বুলেন্সকে রথে রূপান্তরিত করে অভিনব প্রতিবাদ আশ্রয়ের সংস্থার পক্ষ থেকে। অভিনব উদ্যোগটি নিয়েছেন আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন এর সম্পাদক শান্তনু সিনহা মহাশয়।

রথের দিন এই প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে। আশ্রয়ের সমাজসেবা সংস্থার সঙ্গে যুক্ত আরো অনেকেই ছিলেন এই প্রতিবাদ মিছিলে। বউ বাজার ক্রসিং থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রথ দড়ি দিয়ে টানার মতন করে এম্বুলেন্স কে দড়ি দিয়ে টেনে প্রতিবাদ দেখিয়েছেন শান্তনু সিনহার আশ্রয়।