কলকাতা – কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে অনেকটা দূরে নামিয়ে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করতে বাধ্য করা হয়। পুলিশ জানায়, প্রটোকল অনুযায়ী তাঁর গাড়ি ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে সেই একই প্রবেশপথে কোনও আপত্তি ছাড়াই ঢুকতে দেওয়া হয়।
প্রশ্ন উঠছে—পশ্চিমবঙ্গ পুলিশের কি নতুন কোনও প্রটোকল চালু হয়েছে, যা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, অথচ রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে নয়? এই বৈষম্যমূলক আচরণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
