পুজোর মুখে মধ্যবিত্তদের জন্য দুসংবাদ, ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেই ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তাও আবার একধাক্কায় ১৫ টাকা। বিনা ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি সিলিন্ডারে ১৫ টাকা বাড়ানো হয়েছে, যার কারণে দিল্লিতে এর দাম বেড়েছে ৮৯৯ টাকা। দিল্লিতে ৫ কেজি সিলিন্ডার এখন ৫০২ টাকায় পাওয়া যাচ্ছে। অক্টোবর মাসের শুরুতে ৪৩ টাকা বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে ফের ২৫ টাকা বাড়ে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম।
ওদিকে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামও ১ সেপ্টেম্বর থেকে ২৫ টাকা বেড়েছিল। তবে ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট অনুযায়ী, কলকাতায় বুধবার রান্নার এলপিজি সিলিন্ডারের দাম ৯১১ টাকাই রয়েছে। খন দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৩৬.৫ টাকা।
আর ও পড়ুন মহালয়ার দিন তর্পণ করার রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি, কি সেই রীতি
কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০৫.৫ টাকা। প্রসঙ্গত, পেট্রোলিয়াম কোম্পানিগুলি প্রতি ১৫ দিনে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। এলপিজি সিলিন্ডারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। সবমিলিয়ে পুজোর আগেই মধ্যবিত্তের হেঁশেলে ফের মূল্যবৃদ্ধির ছেঁকা।
রান্নার গ্যাস-সহ পেট্রল-ডিজেলের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও। তার মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে না ভরতুকিও। এলপিজি সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির উপাদানগুলির দাম বেড়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বাড়ানো হচ্ছে দাম।
প্রসঙ্গত, চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর নিয়মিত বৃদ্ধি পেয়েছে জ্বালানির মূল্য। করোনার মধ্যে আর্থিক সংকটে ভুগতে থাকা সাধারণ মানুষের কপালের ভাঁজও গভীর হয়েছে। এরপর গত ২২ আগস্ট সামান্য কমেছিল দাম। কিন্তু ফের তা বাড়তে শুরু করেছে।
উল্লেখ্য, পুজোর মুখে মধ্যবিত্তদের জন্য দুসংবাদ, ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেই ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তাও আবার একধাক্কায় ১৫ টাকা। বিনা ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি সিলিন্ডারে ১৫ টাকা বাড়ানো হয়েছে, যার কারণে দিল্লিতে এর দাম বেড়েছে ৮৯৯ টাকা। দিল্লিতে ৫ কেজি সিলিন্ডার এখন ৫০২ টাকায় পাওয়া যাচ্ছে। অক্টোবর মাসের শুরুতে ৪৩ টাকা বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে ফের ২৫ টাকা বাড়ে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম।



















