
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা ,১৭ই অক্টোবর: সাম্প্রতিক বনগাঁ শহরে একাধিক চুরির ঘটনা ঘটে l তদন্তে নেমে গতকাল রাতে বনগাঁ ২ নং রেলগেট এলাকা থেকে প্রসেনজিৎ হালদার নামে এক যুবককে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ l প্রসেনজিৎ হালদার এর বাড়ি বনগাঁ দেবগর এলাকায় l পুলিশ হেফাজতের আবেদন করে প্রসেনজিৎকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ l



















