
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা :- এলাকা দখলকে কেন্দ্র করে নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগণার বাসন্তীতে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার পেটুয়াখালির শেখ পাড়ায়। ঘটনার জেরে গুলি চলে এলাকায়। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নাম মহৎ শেখ ও শারুখ শেখ। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।



















