ভাইরাল – মেঘলা আকাশ, সমুদ্রের ধারে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎই চোখে পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য — রাস্তায় চলছে কাক ও সিগালের মধ্যে ভয়ঙ্কর লড়াই! কাকটি সিগালের ডানা ঠোঁট দিয়ে চেপে ধরে টানাটানি করছে, মুক্তি পেতে মরিয়া সিগালটি যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু আশপাশে থাকা অন্য সিগালরা সাহায্য করতে এগিয়ে এল না, কেউ কেউ উড়ে চলে গেল অন্য দিকে।
এই চাঞ্চল্যকর ভিডিওটি ‘Gullsio’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কাকের শক্ত ঠোঁটে চেপে ধরা সিগালের ডানা, ক্রমাগত টানাটানিতে ব্যথায় কাতর সিগালটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কয়েক সেকেন্ডের লড়াই শেষে কোনওক্রমে ডানা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে উড়ে পালায় সে।
ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে তা জানা না গেলেও ভিডিওটি এখন ভাইরাল। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে — “সম্ভবত এলাকা দখল বা খাবার ভাগ নিয়ে সংঘর্ষে জড়িয়েছিল কাক ও সিগাল।” নেটিজেনরা বলছেন, প্রকৃতির এই প্রতিদ্বন্দ্বিতা যেন এক বাস্তব বন্যজীবন-চিত্র, যেখানে বেঁচে থাকার লড়াইই একমাত্র সত্য।




















