এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন গুলবীর সিং, ১০০০০ মিটার দৌড়ে জয় স্বর্ণপদক

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন গুলবীর সিং, ১০০০০ মিটার দৌড়ে জয় স্বর্ণপদক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ২০২৫ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০০০ মিটার দৌড়ে সোনা জিতে নতুন ইতিহাস গড়লেন ভারতের গুলবীর সিং। মাত্র ২৮ মিনিট ৩৮.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন তিনি।

গুলবীর এই ইভেন্টে ভারতের হয়ে তৃতীয় অ্যাথলিট হিসেবে স্বর্ণপদক জয় করলেন। তাঁর আগে এই সাফল্য এসেছিল ১৯৭৫ সালে শরবন সিং হরিচন্দ্র ও ২০১৭ সালে গোবিন্দন লক্ষ্মণনের হাত ধরে। তবে ২০২৫ সালের আসরে তিনিই প্রথম ভারতীয় যিনি এই ইভেন্টে সোনা জিতলেন।

এই অর্জনের ফলে গুলবীর শুধু নিজের জন্য নয়, গোটা দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত এনে দিলেন। ক্রীড়া মহলে তাঁর এই পারফরম্যান্সের প্রশংসায় মুখর বিশেষজ্ঞরা, যারা মনে করছেন ভবিষ্যতের আন্তর্জাতিক আসরেও গুলবীর ভারতের হয়ে বড় মঞ্চে পদক এনে দিতে পারেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top