এশিয়া কাপের ‘চুরি যাওয়া’ ট্রফি নিয়ে সূর্যর কটাক্ষ, নকভিকে নিশানা ভারত অধিনায়কের

এশিয়া কাপের ‘চুরি যাওয়া’ ট্রফি নিয়ে সূর্যর কটাক্ষ, নকভিকে নিশানা ভারত অধিনায়কের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – এশিয়া কাপ জয় করেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ভারতীয় ক্রিকেট দলের। কারণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সেই ট্রফি নিয়ে কার্যত গায়েব হয়ে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি। তারপর থেকেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েন চলছে। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর সেই প্রসঙ্গেই তীব্র কটাক্ষ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনের গাব্বায় পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও ভারত সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। টানা তৃতীয়বার অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে উচ্ছ্বসিত সূর্যকুমার বললেন, “অবশেষে একটা ট্রফি হাতে নিতে পারছি, দারুণ লাগছে! যখন ট্রফিটা হাতে নিলাম, অনুভূতিটা অসাধারণ।” তাঁর এই মন্তব্য যে মহসিন নকভিকে উদ্দেশ্য করেই, তা বোঝা কঠিন হয়নি কারও কাছেই।

সূর্য আরও যোগ করেন, “ক’দিন আগেই আর একটা ট্রফি আমাদের দেশে এসেছে। মেয়েদের দল বিশ্বকাপ জিতেছে। সেই ট্রফিটাও দেশে পৌঁছে গিয়েছে। দারুণ অনুভূতি। ট্রফি জয় করে সেটাকে ছুঁতে পারাটাই আসল আনন্দ।”

সামনের বছর টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতি নিয়েও কথা বলেন ভারত অধিনায়ক। সূর্য বলেন, “সবটা তৈরি বলব না। সবদিক থেকে প্রস্তুত বলা যায় না কখনও। প্রথম ম্যাচ হারার পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা বড় প্রাপ্তি। বোলিং বিভাগ জানে কাকে কী করতে হবে। সামনে ২-৩টে সিরিজ আছে, বিশ্বকাপের আগে স্কোয়াড গঠনের জন্য সেগুলোই হবে চূড়ান্ত পরীক্ষা।”

এই মন্তব্যের পর আবারও তাপ বাড়ল ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের আঙিনায়। একদিকে ভারতীয় অধিনায়কের কটাক্ষ, অন্যদিকে নকভির নীরবতা—দুই দেশেই আলোচনার কেন্দ্রে এখন সেই ‘হারানো ট্রফি’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top