এশিয়া কাপে ভারতের ৫ অদ্বিতীয় কীর্তি, যা ভাঙা প্রায় অসম্ভব

এশিয়া কাপে ভারতের ৫ অদ্বিতীয় কীর্তি, যা ভাঙা প্রায় অসম্ভব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – চার দশকেরও বেশি সময় ধরে এশিয়া কাপ ক্রিকেটপ্রেমীদের কাছে এক বিশেষ আবেগের নাম। ১৯৮৪ সালে টুর্নামেন্টের সূচনা হওয়ার পর থেকে এটি আজ এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণের অন্যতম মঞ্চে পরিণত হয়েছে। এই প্রতিযোগিতার ইতিহাসে ভারতের নাম জ্বলজ্বল করছে সবচেয়ে উজ্জ্বল অক্ষরে। আটবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার রেকর্ড এখনও পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী। শ্রীলঙ্কা ছয়বার ও পাকিস্তান মাত্র দু’বার শিরোপা জিতলেও ভারতের আধিপত্য এশিয়ার ক্রিকেটে অন্য মাত্রা এনে দিয়েছে। এবার দেখে নেওয়া যাক ভারতের সেই পাঁচটি কীর্তি, যা ভাঙা কার্যত অসম্ভব।

ভারত এশিয়া কাপে সর্বাধিক সাফল্যের অধিকারী। টিম ইন্ডিয়া মোট ১১টি ফাইনালে পৌঁছে আটবার ট্রফি জিতেছে। ধারাবাহিকতা ও দাপটের বিচারে এই রেকর্ড অতুলনীয়। শ্রীলঙ্কা ছয়বার শিরোপা জিতলেও ভারতের শক্ত অবস্থান এখনও ধরাছোঁয়ার বাইরে।

২০০৮ সালে হংকংয়ের বিরুদ্ধে ২৫৬ রানের বিশাল ব্যবধানে জয়ের রেকর্ড এখনও ভারতের দখলে। ১৭ বছর পেরিয়ে গেলেও এই রেকর্ড ভাঙা যায়নি। রান ব্যবধানে এটি এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ জয়।

১৯৮৮, ১৯৯০/৯১ ও ১৯৯৫ সালে ভারত টানা তিনবার এশিয়া কাপ জয়ের নজির গড়েছে। শ্রীলঙ্কা একাধিকবার টানা দু’বার চ্যাম্পিয়ন হলেও হ্যাটট্রিকের গৌরব কেবল ভারতীয়দেরই।

২০২৩ সালের ফাইনাল ভারতের আরেক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী। শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করে ভারত মাত্র ৩৭ বলে লক্ষ্যে পৌঁছে যায়। এশিয়া কাপের ফাইনালে এত দ্রুত জয়ের রেকর্ড আগে কখনও হয়নি।

এছাড়াও, এশিয়া কাপের ইতিহাসে ছক্কার তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। ওয়ান ডে ফরম্যাটে তিনি মোট ২৮টি ছক্কা হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত এশিয়ার আর কোনও ব্যাটসম্যান ১০টি ছক্কার গণ্ডিও টপকাতে পারেননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top