খেলা – এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে উঠেছে। সংসদেও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার তীব্র বিরোধিতা উঠে এসেছে, বিশেষত আসাদুদ্দিন ওয়াইসির মতো সংসদ সদস্যরা স্পষ্ট আপত্তি জানিয়েছেন।
তবে একটি শীর্ষ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারত সরকারের পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার নীতিতে কোনো পরিবর্তন হয়নি। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, “আমরা পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। তবে বহুপাক্ষিক প্রতিযোগিতার ক্ষেত্রে সরকারের অনুমতি রয়েছে। এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হচ্ছে না, তাই আমরা সরকারের পরামর্শ নিয়েছিলাম এবং সবুজ সংকেত পেয়েছি।”
এশিয়া কাপের সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, বিশেষত সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল) ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচটি কিছু ভারতীয় খেলোয়াড়ের আপত্তির কারণে বাতিল হওয়ার পর। ফলে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিও আরও জোরদার হয়েছে, কিন্তু সরকারি ও বিসিসিআই সূত্রে স্পষ্ট করা হয়েছে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
