এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আডবানী

এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আডবানী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আডবানী। ১৯তম এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন ভারতের কিংবদন্তি কিউয়িস্ট পঙ্কজ আডবানী।সূত্রের খবর, ভারতেরই ধ্রুব সিতওয়ালার বিরুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াইয়ে জয়ী হলেন কিংবদন্তি কিউয়িস্ট পঙ্কজ আডবানী। জানা গেছে, ধ্রুবের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জয় পেয়েছেন তিনি।প্রসঙ্গত,২৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ।

 

এছাড়াও জানা গেছে যে পঙ্কজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ফাইনালেও ঘনিষ্ঠ বন্ধু ধ্রুবের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে শনিবারের ফাইনালে ধ্রুবের বিরুদ্ধে পঙ্কজ
শুরুতেই ৩-০ লিড নিয়েছিলেন। সপ্তম ফ্রেমে ধ্রুব প্রত্যাবর্তনের মরিয়া প্রয়াস চালায়।কিন্তু ব্যর্থ হয়।অবশেষে ৬-২ ব্যবধানে জয় পেয়ে যায়।তাই অষ্টমবারের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের মুকুট পরেন পঙ্কজই। জানা গেছে, এও প্রতিযোগিতাটিতে ব্রোঞ্জ পান প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন থাইল্যান্ডের প্রাপুত চৈথানাসুকান ও মায়ানমারের পাউক সা।আর এই মারাত্মকরকম জয়ের পালক তার মুকুটে জোড়ার পর কিংবদন্তি কিউয়িস্ট পঙ্কজ বলেন – “নিজের কেরিয়ারের অষ্টম এশিয়ান বিলিয়ার্ডস শিরোপা জিততে পেরে ভীষণ খুশি।

আর ও পড়ুন      সাংসদের বাড়ির পাশেই ফের বোমাবাজির অভিযোগ

এই জয়ের ফলে আমার বিলিয়ার্ডস শিরোপার সংখ্যা ১২তে পৌঁছে গেল। জাতীয় পর্যায়ে শিরোপা অর্জনের পর জয়ের ধারা বজায় রাখতে পারাটা তৃপ্তির। একই বছরে জাতীয় ও এশীয় স্তরে শিরোপা জয়, দুর্দান্ত অনুভূতি। আমি অতীতেও করেছি। সংক্ষিপ্ত ফরম্যাটের কারণেই এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কে জয় পাবে তা আগাম বোঝা কঠিন। পেশাদার সার্কিটে ধ্রুব আমার ভীষণ কাছের বন্ধু। ওকে হারানোটা সহজ কাজ নয়। দেশের জন্যে আরও পদক জেতার জন্যে মরিয়া আমি। এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে আমার পারফর্মেন্স আরও ভালো হতে পারত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top