এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন অপূর্বী চান্দেলা ও রবি কুমার

এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন অপূর্বী চান্দেলা ও রবি কুমার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন অপূর্বী চান্দেলা রবি কুমার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অপূর্বীরবির মিক্সড টিমে জিতল ব্রোঞ্জ রবিবার দুজনে ইভেন্ট শেষ করলেন ৪২৯. পয়েন্টে

 

৮৩৫. পয়েন্টে শেষ করে অপূর্বীরবি ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছিলেন। ফাইনালে প্রথম দশ শটের পর ১০২. পয়েন্টে দুইয়ে ছিলেন তাঁরা। পরের দশ শটের পরও দুইয়ে ছিলেন তাঁরা। পয়েন্ট ছিল ২০৫.৫। ৩০ শটের প্রথম স্টেজের পরও ৩০৮. পয়েন্টে দুজনে রুপো জেতার মতো অবস্থায় ছিলেন। কিন্তু, এরপর ভারত নেমে যায় তৃতীয় স্থানে। চাইনিজ তাইপে ৪৯৪. পয়েন্টে জেতে সোনা। এশিয়ান গেমসে রেকর্ডও করে তারা। ৪৯২. পয়েন্টে রুপো জেতে চিন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top