মালদা – এসআইআর সংক্রান্ত আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ৫২ বছরের এক ব্যক্তি। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আবুল কালাম। তিনি বালুভোরট গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, বহু বছর ধরে তিনি রাজস্থানের জয়পুরে থাকতেন এবং একটি হোটেলে কাজ করতেন। তিনি অবিবাহিত ছিলেন। প্রায় এক বছর আগে তিনি গ্রামে ফিরে আসেন এবং তখন থেকেই বাড়িতেই থাকছিলেন।
জানা গিয়েছে, আবুল কালামের কাছে ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় তিনি এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি। আরও অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা ও মায়ের নামও ছিল না। এই বিষয়গুলি নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন। এলাকায় কিছু মানুষের তরফে তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে—এমন ভয় দেখানো হচ্ছিল বলেও দাবি স্থানীয়দের।
এই আশঙ্কা ও মানসিক চাপ থেকেই তিনি চরম সিদ্ধান্ত নেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শনিবার ভোরে বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যার নেপথ্যে মানসিক চাপ ও আতঙ্ক কতটা ভূমিকা নিয়েছে, সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা।




















