এসআইআর খসড়া তালিকায় ‘মৃত’ হওয়ার বিভ্রাট, পরিবারের ক্ষোভ

এসআইআর খসড়া তালিকায় ‘মৃত’ হওয়ার বিভ্রাট, পরিবারের ক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিম বর্ধমান – পশ্চিম বর্ধমানের সালানপুরে এসআইআর খসড়া তালিকা প্রকাশ হতেই নতুন বিতর্কের জন্ম নিয়েছে। বারাবনি বিধানসভার মাজি পাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী ভীমচন্দ্র মণ্ডলের নাম খসড়া তালিকায় বাদ পড়াদের (এএসডি) মধ্যে উল্লেখ করা হয়েছে মৃত হিসেবে। একই পরিবারের ৮৮ বছর বয়সী সারথী মণ্ডল আপাতত নিখোঁজ হিসেবে তালিকায়। এই বিভ্রান্তি পরিবারের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।
ভীমচন্দ্রের পুত্র সন্টু মণ্ডল তৃণমূলের বুথ সভাপতি। তিনি অভিযোগ করেছেন, “গত ২৮ নভেম্বর আমরা সবাই একসঙ্গে ফর্ম জমা দিয়েছি। এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি। বাবা স্থানীয় হাসপাতালের কর্মী ছিলেন। এই সব কিছুর নেপথ্যে বিজেপির হাত রয়েছে। খবর পাওয়ার পর বাবা খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন, পিসিও চুপচাপ হয়ে গিয়েছেন।”
ঘটনার পর সংশ্লিষ্ট বুথের বিএলও সঞ্চিতা সাহা মণ্ডল পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ভীমচন্দ্র ও সারথীর নাম তালিকায় ঠিক করা হবে। বিএলও বলেন, “এটা তো আর চূড়ান্ত তালিকা নয়। ত্রুটি শুধুমাত্র প্রযুক্তিগত কারণে হয়েছে এবং সমস্যা সমাধান করা হচ্ছে।”
অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, “এরকম কিছু টেকনিক্যাল ত্রুটি হতেই পারে। এর নেপথ্যে কোনও চক্রান্ত নেই। বিএলও-কে বিজেপি নিয়োগ করে না। এমন অভিযোগ অযৌক্তিক।”
পরিবারের সদস্যরা আশা করছেন, দ্রুত এই বিভ্রান্তি সমাধান হবে এবং ভোটার তালিকায় সঠিক নাম প্রতিস্থাপন করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top