রাজ্য – রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার মধ্যে সাম্প্রতিক অশান্তির ঘটনার পর রাজ্য সরকারকে সতর্ক করল নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রে খবর, বেলডাঙার অশান্তি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি ও সব জেলাশাসকের কাছে কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসআইআর চলাকালীন কোনও এলাকায় হিয়ারিং কেন্দ্র ঘিরে যাতে অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, তার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের উপর বর্তায়। বিশেষ করে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সব জেলাশাসককে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ সার্বিক রিপোর্ট সিইও দফতরে পাঠাতে হবে। প্রথম সপ্তাহের রিপোর্টে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার উল্লেখ করা হয়েছিল।
দ্বিতীয় সপ্তাহের রিপোর্টে বেলডাঙার অশান্তির বিস্তারিত তথ্য কমিশনের কাছে পাঠানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কমিশনের নির্দেশ মেনে এসআইআর প্রক্রিয়ার সময় প্রতিটি হিয়ারিং কেন্দ্র ও সংলগ্ন এলাকায় কড়া নজরদারি ও আইনশৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে ভোটাররা নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের মতামত জানাতে পারেন।




















