দিল্লি – বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বেআইনি পদক্ষেপ ধরা পড়লে তা বাতিল হবে, জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী ও সূর্য কান্তের বেঞ্চ সোমবার শুনানিতে পর্যবেক্ষণ করে যে, বিচ্ছিন্ন প্রস্তাবের ভিত্তিতে নয়, সার্বিক সিদ্ধান্তই প্রযোজ্য হবে।
বিচারপতিরা বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনের শাসন মানতেই হবে। সারা দেশে এসআইআর আপাতত বন্ধ হবে না, তবে প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চলবে। বিহারে ৩০ সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ হতে পারে, কিন্তু তাতে রায় ঘোষণার ওপর প্রভাব পড়বে না। এসআইআর নিয়ে চূড়ান্ত শুনানি হবে ৭ অক্টোবর।
প্রতিবাদীদের দাবি, এই প্রক্রিয়া সাংবিধানিক নির্দেশ অগ্রাহ্য করছে। আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন বলেন, এক রাজ্যে বেআইনি প্রক্রিয়া চললে অন্য রাজ্যেও তা চালু হওয়া অনুচিত। অন্যদিকে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই শুনানি করা উচিত নয়।
খসড়া তালিকা প্রকাশের পর ৬৫ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগে বিরোধীরা তীব্র সমালোচনা করেন। অনেক বুথ স্তরের আধিকারিক কথাবার্তা না বলে নিজেরাই ফর্ম জমা দিয়েছেন বলে অভিযোগ ওঠে। আধারকে ভোটার তালিকার যোগ্য নথি হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
