এসইউভির বনেটে অ্যাকোয়ারিয়াম! নজর কাড়তে তরুণের অদ্ভুত কাণ্ড

এসইউভির বনেটে অ্যাকোয়ারিয়াম! নজর কাড়তে তরুণের অদ্ভুত কাণ্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – চিনের লিয়াওনিং প্রদেশে এক তরুণ নিজের শখপূরণ করতে এসইউভির বনেটকে অদ্ভুতভাবে অ্যাকোয়ারিয়ামে পরিণত করেছেন। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ ‘শ্রুতি’ নামের এক অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ির স্বচ্ছ বনেটের ভেতর দিয়ে ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যায়, তরুণটি তাঁর দামি গাড়ির বনেটের উপর স্বচ্ছ আস্তরণ বসিয়ে ভেতরে জল ভরে দিয়েছেন এবং সেখানে মাছ ছেড়েছেন। উদ্দেশ্য ছিল মানুষের নজর কেড়ে নেওয়া। তবে রাস্তায় বেরিয়েই তরুণের এই কাণ্ড প্রত্যক্ষদর্শীদের মধ্যে কৌতূহল ও সমালোচনা উভয়ই সৃষ্টি করে। অনেকেই প্রশ্ন তোলেন, “এভাবে মাছকে কষ্ট দেওয়ার অর্থ কী?” গরমের মধ্যে মাছ মারা পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকে।

শুধু সাধারণ মানুষই নন, ট্র্যাফিক পুলিশও এই ঘটনার নিন্দা করেছে। পুলিশের মতে, এসইউভির বনেটে এভাবে জল ও মাছ রাখা আইনবিরুদ্ধ। অভিযুক্ত তরুণ জানান, তিনি গাড়িটি বেশি সময় রাস্তায় চালাননি। শুধু লোকজনকে দেখানোর জন্যই তিনি এই কাজ করেছিলেন। পরবর্তীতে মাছগুলিকে গাড়ি থেকে বার করেও দেন বলে দাবি করেছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top