দক্ষিন 24 পরগণা – এসএসসি থেকে প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় ৬৪৭ নম্বরে রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা কুহেলি ঘোষের নাম। এই প্রসঙ্গে কুহেলি জানান, ২০২২ সালে সিবিআই একই ধরনের একটি তালিকা প্রকাশ করেছিল, সেখানেও তাঁর নাম ছিল।
তিনি বলেন, সেই সময় সিবিআইয়ের তালিকা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন, কারণ তাঁর দাবি, তিনি সম্পূর্ণ যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন। কুহেলি আরও জানান, মামলার পর গত তিন বছরে সিবিআই তাঁকে কোনও জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি।
নতুন করে এসএসসি থেকে তালিকা প্রকাশ হওয়ায় তিনি জানিয়েছেন, এই তালিকার বিরুদ্ধেও আবার আদালতে মামলা দায়ের করবেন।
