এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের । স্কুল সার্ভিস কমিশনের মামলায় কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। SSC-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। তাও সিবিআইকে করতে হবে বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যে। তবে তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। আগামী কাল পরবর্তী পর্যায়ের শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলবে।

 

আদালতের তরফে জানানো হয়েছে, এসএসসি মামলায় যে ৯৮ জনকে নিয়োগ সংক্রান্ত গড়মিল দেখা গেছে তাদের মধ্যে প্রায় ৯০ এর নাম তালিকা বহির্ভূত। আর তার বেশিরভাগ ক্ষেত্রেই নাম উঠে এসেছে শান্তিপ্রসাদ সিনহার নাম। তাই বৃহস্পতিবারই তাঁকে জেরা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

আর ও পড়ুন    দেশজুড়ে ব্যাংক প্রতারণা মূল পান্ডা গ্রেপ্তার

উল্লেখ্য, আগামী ৩১ তারিখের মধ্যে হলফনামার আকারে প্রাক্তন উপদেষ্টাকে সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ হন প্রাক্তন উপদেষ্টা। সেখানেও রেহাই মিলল না। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব চাইল কলকাতা হাইকোর্ট।

 

প্রসঙ্গত, বুধবার নজিরবিহীন ঘটনা ঘটে কলকাতা হাই কোর্টে। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন তাঁর দেওয়া সিবিআই তদন্তের স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। একইসঙ্গে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই সংক্রান্ত যাবতীয় নথি দেশের প্রধান বিচারপতি এবং হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার ফের কড়া নির্দেশ দিলেন তিনি। এসএসসির

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top