এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় এবার মমতা-অভিষেক ও পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি নিশানা শুভেন্দুর। নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ এবং এসএসসি-র গ্রুপ ডি নিয়োগে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ব্যপক অভিযোগ রয়েছে। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সম্প্রতি সেই মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।
এবার নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় থেকে অভিষেক বন্দ্য়োপাধ্যায়, পার্থ্য চট্টোপাধ্য়ায়কে সরাসরি নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই দুর্নীতির পেছনে মমতা ও অভিষেকও জড়িত রয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূলের এজেন্টরা বাংলায় টাকা নিয়ে চাকরি দিচ্ছে।
আর ও পড়ুন কালো মেঘে ঢাকা উত্তরবঙ্গের আকাশ
মেধার ভিত্তিতে চাকরি দিচ্ছে না। যার ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। যত কমিটিই করুক না কেন , কাজ হবে না। পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করলেই সব সত্য বেরিয়ে আসবে। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ার পরেই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়।
বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের হয়। সেই মামলায় সিবিআইয়ে হাজিরার উপরে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ৫ সপ্তাহ পর মামলার শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, ”লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতির চোখের জল, বৃথা যেতে পারে না। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলে মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নাম বেরিয়ে আসবে।”
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় এবার মমতা-অভিষেক ও পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি নিশানা শুভেন্দুর। নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ এবং এসএসসি-র গ্রুপ ডি নিয়োগে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ব্যপক অভিযোগ রয়েছে। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সম্প্রতি সেই মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।