রাজ্য – ফের আইনি পথে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার দায়ের হয়েছে স্পেশাল লিভ পিটিশন (SLP)। আগামী সপ্তাহে হতে পারে শুনানি।
এর আগে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত, চাকরি হারান ২৬ হাজার প্রার্থী। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। তবে ওই বিজ্ঞপ্তির নিয়মাবলির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন একদল চাকরিপ্রার্থী।
তাঁদের অভিযোগ ছিল—
▪️ ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে ২০২৫ সালের নিয়মে কেন নিয়োগ হবে,
▪️ বয়সে ছাড়, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর,
▪️ শূন্যপদের সংখ্যা ও পাশ নম্বরের মানদণ্ডে পরিবর্তন কেন করা হলো।
তবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে-র ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে জানায়, বিজ্ঞপ্তিতে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। ফলে এবার চাকরিপ্রার্থীরা সুপ্রিম কোর্টে নতুন করে আইনি লড়াই শুরু করলেন।
