রাজ্য – এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে ইডি। সপ্তাহের শুরুতেই সোমবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সংস্থার আধিকারিকরা। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডির একটি দল পৌঁছে গিয়েছে এবং সেখানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি জানা গিয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম এবং কলকাতার একাধিক জায়গাতেও একযোগে চলছে ইডির তল্লাশি।
ইডি সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহার পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং জীবনকৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার নাম এর আগে একাধিকবার জড়িয়েছিল। ২০২৩ সালের ১৭ এপ্রিল তাঁকে সিবিআই গ্রেফতার করেছিল এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযোগ, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন তিনি এবং নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। পরে সেখান থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়। দীর্ঘ ১৩ মাস হাজতে থাকার পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান।
এদিন সকাল থেকেই সেন্ট্রাল বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে যান জীবনকৃষ্ণ সাহা ও মায়া সাহার বাড়িতে। জানা গিয়েছে, তল্লাশির সময় জীবনকৃষ্ণ সাহা বাড়িতেই উপস্থিত ছিলেন। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আর ভেতরে চলছে বিস্তারিত জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, ইডি আধিকারিকদের দেখে প্রথমে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণের পিসি মায়া সাহা, তবে পরবর্তীতে তিনি তল্লাশির সময় উপস্থিত ছিলেন।
তবে কেন আচমকা এই তল্লাশি অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে ইডি আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, এই মামলায় এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি। সোমবারের অভিযানকে ঘিরে আবারও রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।




















