এসএসসি নিয়োগ মামলায় প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত শূরকে বিরূপ সাক্ষী ঘোষণা করল সিবিআই

এসএসসি নিয়োগ মামলায় প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত শূরকে বিরূপ সাক্ষী ঘোষণা করল সিবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – এসএসসি নিয়োগ মামলার সাক্ষ্যগ্রহণ পর্বের দ্বিতীয় দিন প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত শূরের সাক্ষ্য ঘিরে নাটকীয় মোড়। আদালত সূত্রে জানা গিয়েছে, তিনি সিবিআইকে যে বয়ান দিয়েছিলেন তার কিছু অংশের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সহমত নয়। বিচারকের সামনেই সিবিআই জানায়, প্রশান্ত শূরের সাক্ষ্যের সঙ্গে তাদের বক্তব্য মেলেনি। ফলে তাঁকে বিরূপ সাক্ষী ঘোষণা করার আবেদন জানায় তারা। আদালতও সেই আবেদনে সিলমোহর দেয়।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও বিচারাধীন। অনেক অভিযুক্ত ইতিমধ্যেই জামিনে মুক্ত হলেও, সিবিআই-এর দাবি অনুযায়ী মূল অভিযুক্ত তথা ‘নিয়োগ দুর্নীতির কিংপিন’ পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে। যদিও গ্রুপ সি সহ কয়েকটি মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু অন্যান্য মামলা থাকায় তাঁর মুক্তি সম্ভব হয়নি।

বর্তমানে নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি—এই তিন মামলার একসঙ্গে শুনানি চলছে। আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক এসএসসি কর্তাব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। শনিবার সেই মামলাগুলির সাক্ষ্যগ্রহণ চলাকালীনই সিবিআই প্রশান্ত শূরকে ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা করে।

প্রসঙ্গত, ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকেই তিনি জেলবন্দি। নাম জড়িয়েছে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অগণিত নগদ অর্থ। মামলার জটিলতা ও গুরুত্বের কারণে এখনও অবধি মুক্তি পাননি পার্থ চট্টোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top