দিল্লি – স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ বিধির বৈধতা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তবে সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। আদালতের মন্তব্য, SSC একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তাই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই। আদালত কোথাও বলেনি, পুরনো বিধি মেনেই নিয়োগ করতে হবে।
আবেদনকারীদের উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, “আপনারা কারা? যোগ্য না অযোগ্য? সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা?” এমনকি আবেদন প্রত্যাহার করার প্রয়াসেও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। অবশেষে মামলাটি খারিজ করে দেওয়া হয়।
এর আগে কলকাতা হাইকোর্টও SSC-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস জানান, শূন্যপদ দ্রুত পূরণ করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের প্যানেল বাতিলের পরে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই নিয়োগনীতির বিরোধিতা করে একাংশ চাকরিপ্রার্থী মামলা করেছিলেন হাইকোর্টে ও পরে সুপ্রিম কোর্টে।
