গুমা এলাকায় করোনা সচেতনতায় পথে নামলেন এসডিপিও

গুমা এলাকায় করোনা সচেতনতায় পথে নামলেন এসডিপিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
এসডিপিও

গুমা এলাকায় করোনা সচেতনতায় পথে নামলেন এসডিপিও। গুমা এলাকায় করোনা নিয়ে মানুষকে সচেতন করতে ব্যবসায়ী সংগঠনের সাথে পথে নামলেন হাবরার এসডিপিও রোহেত শেখ। উত্তর ২৪ পরগনা জেলায় করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী এখনও অসচেতন বহু মানুষ। শুক্রবার অশোকনগর থানার গুমা চৌমাথায় যশোর রোডের উপর গুমা ব্যবসায়ী সংগঠনের সাথে হাবরা এসডিপিও  এবং অশোকনগর থানার ওসি সিদ্ধার্ত মন্ডলের উপস্থিতিতে এদিন পথে নেমে অসচেতন যে সমস্ত মানুষ মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের হাতে মাস্ক তুলে দেন।

 

পাশাপাশি যশোর রোডের পাশে যে সমস্ত দোকানদাররা মাস্ক ছাড়া দোকানদারি করছেন তাদের ধমক দিতেও দেখা যায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।মাস্ক বিহীন দোকানদারদের উদ্দেশ্যে এসডিপিও রোহেত শেখকে বলতে শোনা যায় মাস্ক ছাড়া দোকানদাড়ি করা যাবে না এবং যেসকল মানুষ মাস্ক না পরে দোকানে আসবে তাদের কাছে কোনো বিক্রি বাট্টা করা যাবে না।

 

আর ও পড়ুন     পদ্মে অস্বস্তি, বিজেপির দুই বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানালেন

 

পাশাপাশি পার্শ্ববর্তী বাজার এবং যশোর রোড দিয়ে যাতায়াতকারী গাড়ি চালকদের হাতে তুলে দেওয়া হয় মাক্স। এদিন পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও বলা হয় ক্রেতা এবং বিক্রেতা দের উদ্দেশ্যে বলেন আপনারা যদি সচেতন না-হন তাহলে আগামী দিনে করোনার চেইনকে ভাঙতে প্রয়োজনে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

 

উল্লেখ্য, গুমা এলাকায় করোনা সচেতনতায় পথে নামলেন এসডিপিও। গুমা এলাকায় করোনা নিয়ে মানুষকে সচেতন করতে ব্যবসায়ী সংগঠনের সাথে পথে নামলেন হাবরার এসডিপিও রোহেত শেখ। উত্তর ২৪ পরগনা জেলায় করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী এখনও অসচেতন বহু মানুষ। শুক্রবার অশোকনগর থানার গুমা চৌমাথায় যশোর রোডের উপর গুমা ব্যবসায়ী সংগঠনের সাথে হাবরা এসডিপিও  এবং অশোকনগর থানার ওসি সিদ্ধার্ত মন্ডলের উপস্থিতিতে এদিন পথে নেমে অসচেতন যে সমস্ত মানুষ মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের হাতে মাস্ক তুলে দেন।

 

পাশাপাশি যশোর রোডের পাশে যে সমস্ত দোকানদাররা মাস্ক ছাড়া দোকানদারি করছেন তাদের ধমক দিতেও দেখা যায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।মাস্ক বিহীন দোকানদারদের উদ্দেশ্যে এসডিপিও রোহেত শেখকে বলতে শোনা যায় মাস্ক ছাড়া দোকানদাড়ি করা যাবে না এবং যেসকল মানুষ মাস্ক না পরে দোকানে আসবে তাদের কাছে কোনো বিক্রি বাট্টা করা যাবে না। পাশাপাশি পার্শ্ববর্তী বাজার এবং যশোর রোড দিয়ে যাতায়াতকারী গাড়ি চালকদের হাতে তুলে দেওয়া হয় মাক্স। এদিন পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও বলা হয় ক্রেতা এবং বিক্রেতা দের উদ্দেশ্যে বলেন আপনারা যদি সচেতন না-হন তাহলে আগামী দিনে করোনার চেইনকে ভাঙতে প্রয়োজনে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top