ভাইরাল – চীনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ প্রায় ২০টি দেশের রাষ্ট্রনায়ক ও নেতারা। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও। তবে এবার সম্মেলনের মূল আলোচনার বদলে ভাইরাল হয়েছে শাহবাজ়ের এক ভিডিও, যা সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় তুলেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুতিন আয়োজক দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পাশাপাশি হাঁটছেন। ঠিক সেই সময় শাহবাজ় শরিফ পিছন থেকে প্রায় দৌড়ে এগিয়ে গিয়ে পুতিনের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। প্রথমে পুতিন পাত্তা না দিলেও সৌজন্যের খাতিরে করমর্দন করেন। তবে শি জিনপিং পুরো ঘটনাকে এড়িয়ে গিয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে নেন।
ভিডিওটি প্রথমে ‘ইনকগনিটো’ নামে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয় এবং দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। তাতে ৫ লক্ষেরও বেশি ভিউ এবং সাড়ে চার হাজারের বেশি লাইক জমা পড়েছে। নেটিজেনদের একাংশ শাহবাজ়ের আচরণকে “অপ্রস্তুত ও করুণ” বলে ব্যঙ্গ করেছেন। অনেকেই তাকে ‘জোকার’ আখ্যাও দিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও ২০২২ সালের এসসিও সম্মেলনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেবার পুতিনের সঙ্গে বৈঠকের সময় অনুবাদ হেডফোন নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন শাহবাজ় শরিফ। সেটি ঠিক করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছিলেন, যা দেখে পুতিনও হেসে ফেলেন।এই ঘটনাগুলি আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রীর কূটনৈতিক আচার-ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহলে।
