নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২৪ নভেম্বর, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল কলেজ রোডে এস বি আই এটিএমে তালা লাগালো গ্রাহকরা। তাদের দীর্ঘদিনের দাবি, এই এসবিআই এটিএম এ টাকা তুলতে এলে নিরাপত্তার অভাব বোধ করে কারণ চলতি মাসে বহুবার টাকা ছিনতাই এর মত ঘটনা ঘটেছে।
গ্রাহকদের দাবি বারবার কর্তৃপক্ষকে জানিয়ে কোনও ফল হয়নি এটিএমে সিসিটিভি খারাপ, দরজা ভাঙ্গা। গ্রাহকরা ভিতরে টাকা তুলতে গেলে যে নিরাপত্তারক্ষী থাকার কথা সেটা প্রথম থেকেই নেই। সেই কারণেই গ্রাহকরা নিরাপত্তার অভাবে ক্ষোভে তালা লাগিয়েদিল এটিএমে।