নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,১৯ জুন:- এক সময় লকডাউনের ফলে সেলুন ছিল বন্ধ, ক্ষুরকর্ম ছিল নাগালের বাইরে।এরপর আসতে আসতে সেই সব সেলুন খুলতে শুরু করেছে।কিন্তু সেলুনে চীনা দ্রব্যের রমরমা আজ আর নতুন নয়, তথাপি নিজের রুজি চালালেও বর্তমানে লাদাখ এ চীনা আগ্রাসনে ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় চীনা দ্রব্যের ব্যাবহারের বিরুদ্ধে চুলের উপর নকশায়, গানে, কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ বারাসাতের সেলুন কর্মী প্রবীর প্রামানিকের।
সেলুনে বিভিন্ন ধরনের প্রসাধনী ও সজ্জা সংক্রান্ত দ্রব্যের অধিকাংশই চীন থেকে আগত, সেসব দ্রব্য পুড়িয়ে প্রতিবাদ করেন প্রবীর ও তার সহিকর্মীরা।মাথায় ব্যান চীনা এঁকে প্রতীকী প্রতিবাদ জানান।পাশাপাশি শি জিঙ পিং এর কুশ পুতুল পোড়ানোর সাথে স্বনির্ভর ভারতের স্বপ্ন দেখতে চান, গিটারের ধ্বনিতে সোচ্চার কণ্ঠে আগামীর জয়গান গাইতে থাকেন সমবেত সুরে।
এ এক অন্য প্রতিবাদ বারাসাতে।
এ এক অন্য প্রতিবাদ বারাসাতে।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram