চলতি বছরেই আলিয়া- রণবীরের বিয়ে! এ কি বললেন লারা দত্ত?

চলতি বছরেই আলিয়া- রণবীরের বিয়ে! এ কি বললেন লারা দত্ত?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
alia bhatt

alia bhatt

বলিউডের অন্যতম চর্চিত লাভ বার্ড হল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই অফ স্ক্রীন তারকা জুটির ভাব ভালোবাসা মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় দেখা যায়। ফ্যামিলি গেটটুগেদার থেকে শুরু করে জন্মদিন সবেতেই এই জুটির দেখা মেলে একসাথে। আলিয়া ও রণবীরের বিয়ের বিষয়টি হচ্ছে বলিউডের অন্যতম হট টপিক। শুধু তাই নয়, তাদের ভক্তদেরও মনে প্রশ্ন ছিল কবে তারা বিয়ের পিঁড়িতে বসবেন? এবারে সেই ধোয়াসা মিটিয়ে প্রশ্নের উত্তর দিলেন লারা দত্ত।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের প্রসঙ্গে জবাব দিলেন লারা দত্ত। তার কথায় চলতি বছরেই চার হাত এক হতে পারে। আলিয়া ও রণবীর বেশ কিছু বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন। আর বিষয়ে প্রথমদিকে লুকোচুরি করলেও পরবর্তীকালে দুজনেই তাদের সম্পর্কের কথা স্বীকার করেন। তারপর থেকেই নেটাগরিকদের মনে প্রশ্ন ছিল কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা জুটি? সম্প্রতি এক সাক্ষাৎকারে লারা বলেন, বর্তমানে করা ডেট করছে ইন্ডাস্ট্রিতে সেটা জানা। তবে চলতি বছরেই রণবীর ও আলিয়া বিয়ে করে ফেলবেন বলে জানান লারা।

আলিয়ার সঙ্গে প্রায় ৪ বছরের এই সম্পর্কের পর রণবীরের সঙ্গে বিয়ের বিষয়টি আরো জোরালো হয়েছে। তবে খবরের সূত্র অনুযায়ী, ঋষি কাপুরের মৃত্যুর একবছর না হলে, রণবীর বিয়ে করবেন না বলে ঠিক করেছিলেন। আপাতত অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবিতে প্রথমবার তারা জুটি বাঁধতে চলেছেন। সূত্রের খবর, এই ছবি মুক্তি পাওয়ার পরি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই লাভ বার্ড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top