ঐতিহাসিক আশাপুর সর্বজনীন রাসযাত্রা মহামিলন উৎসব উদ্বোধন করেন যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন। কোভিড মহামারি পরিস্থিতিতে গত দুই বছর রাসযাত্রা মহামিলন উৎসব হয়নি। গত বছর কোভিড মহামারী কিছুটা কম থাকায় উৎসব হলেও তেমনটা মানুষের মধ্যে উৎসাহ ছিলনা। এবছর প্রায় করোনা মুক্ত তাই বিগত বছরের ন্যায় এবারও মহাধুম ধামের সাথে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের অন্তর্গত মাথুর অঞ্চলে আসাপুর সর্বজনীন রাসযাত্রা মহামিলন উৎসব অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের যুব সভাপতি তথা বিশিষ্ঠ আইনজীবী মাহবুবার রহমান গায়েন,সহ সঙ্গে উপস্থিত ছিলেন ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমাণীক,দ: ২৪ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সদস্য কবিরুল ইসলাম শেখ, মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র, মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া, বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ। যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন বলেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাসযাত্রা মিলন উৎসবের আয়োজন করা হয়ে থাকে আশাপুরে।
আরও পড়ুন – তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
তবে প্রতিবছরের মতো এবছর মেলা, বাউল গান সহ নানান অনুষ্ঠান আয়োজন করা হবে। চিরা চরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন স্থানীয় এলাকাবাসী। তাই শুধু আশাপুর থেকে নয় পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ আসেন এখানে পুজো দিতে ও রাস উৎসব দেখতে। আগামী ১০ দিন ধরে চিরা চরিত প্রথা অনুযায়ী চলবে এই রাস উৎসব, আর এই রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। এখানে হিন্দু, মুসলিম সহ সর্বধর্ম নির্বিশেষে এখানে উপস্থিত হয়ে থাকে।
উল্লেখ্য, কোভিড মহামারি পরিস্থিতিতে গত দুই বছর রাসযাত্রা মহামিলন উৎসব হয়নি।গত বছর কোভিড মহামারী কিছুটা কম থাকায় উৎসব হলেও তেমনটা মানুষের মধ্যে উৎসাহ ছিলনা।এবছর প্রায় করোনা মুক্ত তাই বিগত বছরের ন্যায় এবারও মহাধুম ধামের সাথে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের অন্তর্গত মাথুর অঞ্চলে আসাপুর সর্বজনীন রাসযাত্রা মহামিলন উৎসব অনুষ্ঠিত হয়।উদ্বোধন করেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের যুব সভাপতি তথা বিশিষ্ঠ আইনজীবী মাহবুবার রহমান গায়েন,সহ সঙ্গে উপস্থিত ছিলেন ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমাণীক,দ: ২৪ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সদস্য কবিরুল ইসলাম শেখ,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র,মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।