নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৫ ই আগস্ট :ঐতিহাসিক ঘোষনা জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ বাতিল
শেষ পর্যন্ত জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ তুলে নেওয়া হলো।।। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ধারা ৩৭০ তুলে নেওয়ার বিজ্ঞপ্তিত দেন, রাষ্ট্রপতি এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। অর্থাৎ ৩৭০ সমেত ৩৫(A) বাতিল হয়ে গেল।
এছাড়া সিমানা পুনর্গঠন করে জম্মু-কাশ্মীর রাজ্য থেকে লাদাখ কে আলাদা করা হয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে। জম্মু-কাশ্মীর এখন প্রকৃতভাবে ভারতের অবিচ্ছেদ্য অংশ হলো।।।
দেশ এক সংবিধান এক।এই খবর রাজ্য দপ্তরে আসামাত্রই বিজেপির কর্মী-সমর্থকেরা নিজেদের মধ্যে লাড্ডু বিতরণ আবির মাখা মাখি করে কাশ্মীর হামারা এই স্লোগানের সাথে সাথে ব্যান্ডের তালে পালন করল কেন্দ্রের এই সিদ্ধান্তের ঘোষণা