ঐতিহ্যবাহি শাড়িতে ধরা দিল ‘Calender Girls 2020’

ঐতিহ্যবাহি শাড়িতে ধরা দিল ‘Calender Girls 2020’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৮ ডিসেম্বর, বছর শেষের দ্বারপ্রান্তে আমরা। ২০১৯ শেষ ২০২০ -এর শুভাগমন। নতুন বছর মানেই নতুন আশা, স্বপ্ন আর সাথে প্রিয় দিনের অপেক্ষায় ক্যালেন্ডারে তাকানো শুরু। তবে এবার ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলে আগামী দিনের প্লানিং এর পাশাপাশি মনে আসবে ফেলে আসা ঐতিহ্যের কথা। ক্রমশ ভুলতে থাকা সংস্কৃতির কথা। সাইন প্রোডাকশনের ‘Calender Girls 2020’ বেশি করে মনে করাবে সেইসব।

পাশ্চাত্যের ছোঁয়ায়, নিজস্ব ছায়াকে দূরে ঠেলতে শিখেছি আমরা।তাই আজ ক্যালেন্ডার শ্যুট শুনলেই মনে হয় ওয়েস্টার্ন পোশাক। অথচ নারীর শোভা যে শাড়িতে! আর তাই যেন ধরা দিল সাইন প্রোডাকশন-এর ক্যালেন্ডার গার্লস ২০২০ -তে। সবথেকে বেশি মোহময়ী আকর্ষণীয় হয়ে নারী ধরা দেয় শাড়িতে।সন্তু সিনহা-এর ভাবনায় ছিল বাংলা ঐতিহ্য আর সৃজনশীলতা- এই দুই-এর মিশেল ‘Calender Girls 2020’, ‘ইন্ডিয়ান উইমেন্স লাইফ ইন ট্র্যাডিশনাল লুক’।

এই দৃষ্টিকোণটি মাথায় রেখেই সাইন প্রোডাকশন-এর মেন্টর মিঃ সন্তু সিনহা কর্তৃক গতকাল অর্থাৎ ২৭ শে ডিসেম্বর ডিজাইন্ড এবং ফটোগ্রাফির অধীনে কলকাতার প্রেস ক্লাবে ‘ক্যালেন্ডার ২০২০’ প্রকাশের একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল।যেখানে বাছাই করা ছয় জন মডেলকে ‘ক্যালেন্ডার গার্ল’ হিসাবে নির্বাচিত করা হয়।২০২০ সালের ক্যালেন্ডার গার্ল হিসাবে নবাগত থেকে তিনজনকে এবং পেশাদার বিভাগ থেকে তিনজনকে বেছে নেওয়া হয়েছিল।সাইন প্রোডাকশন-এর সাহায্যে তাঁরা সকলেই ভবিষ্যৎ গড়ার একটি প্ল্যাটফর্ম খুঁজে পেল।এরম সুযোগ পেয়ে সকলেই খুবই গর্বিত।এই ‘ক্যালেন্ডার ২০২০’ অনুষ্ঠানের অতিথি ছিলেন, উপ আইন উপদেষ্টা (সিবিআই) – মিসেস রাজশ্রী মহাপাত্র, প্রাক্তন সিপিআরও (পূর্ব রেলপথ) – মিঃ আর.এন. মহাপাত্র, ফ্যাশন ডিজাইনার – মিঃ প্রমিত মুখোপাধ্যায়, খ্যাত মডেল – মিসেস সুচরিতা চক্রবর্তী, নৃত্যশিল্পী ও পরিকল্পক – মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, সাংবাদিক সমিতির সেক্রেটারি – মিঃ অরূপ বর্ধন এবং ক্যালেন্ডার মডেল- অঙ্কিতা দত্ত, পাপিয়া রয়, স্মিতা মুখার্জী, এক্তা অরোরা, ঋষিতা সাহা ও শ্রেয়া মুখার্জী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top