ঐতিহ্যবাহী উল্কা ক্লাবের দুর্গাপূজা উপলক্ষে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতা। উল্কা ক্লাবের ঐতিহ্যবাহী ৫৭তম বর্ষে দুর্গাপূজা উপলক্ষ্যে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। করোনা অতিমারীর কারনে বিগত দুই বছর সরকারি নির্দেশিকা মেনে দুর্গাপূজা হলেও মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়নি ক্লাবের তরফে।
তবে এই বছর করোনা অতিমারী পরিস্থিতি কাটিয়ে উঠতেই সাধারণ মানুষকে আনন্দ মুখর করে তুলতে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইটাহার ব্লক সহ উত্তর দিনাজপুর জেলা ও পার্শ্ববর্তী মালদা ও দক্ষিণ দিনাজপুরের বহু আদিবাসী নাচের দল অংশ নেয়। মেলা ও আদিবাসী নাচ দেখতে এদিন জনজোয়ার দেখা যায় ইটাহার চৌরাস্তা এলাকায় উল্কা ক্লাব প্রাঙ্গণে।
ভিড় সামলাতে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় মেলা চত্বরে। মেলাতে বিভিন্ন রকমারী দোকানের পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা। বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে নৃত্য পরিবেশন করে আদিবাসী নাচের দল। এমনকি এদিন ধামসা মাদল বাজাতে দেখা যায় এদিন ইটাহারের প্রাক্তণ বিধায়ক তথা উল্কা ক্লাবের সম্পাদক অমল আচার্যকে। পাশাপাশি তিনি মেলা ঘুরে দেখে আদিবাসী নাচের দলের সাথে কথা বলেন।
আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় স্থানাধিকারী প্রতিযোগী নাচের দলের হাতে পুরস্কার তুলে দেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য। সবমিলিয়ে কাতারে কাতারে সাধারণ মানুষের জনজোয়ারে জমে উঠে ঐতিহ্যবাহী ইটাহার উল্কা ক্লাবের দুর্গাপূজা উপলক্ষ্যে মেলা।
উল্লেখ্য, উল্কা ক্লাবের ঐতিহ্যবাহী ৫৭তম বর্ষে দুর্গাপূজা উপলক্ষ্যে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। করোনা অতিমারীর কারনে বিগত দুই বছর সরকারি নির্দেশিকা মেনে দুর্গাপূজা হলেও মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়নি ক্লাবের তরফে। তবে এই বছর করোনা অতিমারী পরিস্থিতি কাটিয়ে উঠতেই সাধারণ মানুষকে আনন্দ মুখর করে তুলতে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।