নিজস্ব সংবাদদাতা, কোলকাতা :- করোনা আবহাওয়ায় থেমে নেই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপূজা। একে একে ছোট-বড় সব বারোয়ারি পূজা কমিটি শুরু করে দিয়েছে খুঁটি পুজো। আজ সকালবেলায় খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মধ্য কলকাতার ঐতিহ্য অতিপরিচিত মোহাম্মদ আলী পার্কের দুর্গা পুজোর ।
এবছর ৫২ বছরে পদার্পণ করল মোহাম্মদ আলী পার্ক দুর্গা পুজো। গত বছরের মতো এবছর ও মোহাম্মদ আলী পার্কের পুজো হবে ফায়ার ব্রিগেডের বিল্ডিং এর জায়গায়। আজ খুঁটি পুজোর পুণ্য লগ্নে হাজির ছিলেন স্থানীয় পৌর মাতা রেহানা খাতুন সহ পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌর পিতা সঞ্জয় বক্সী ও এম এল এ স্মিতা বক্সি সহ পুজো কমিটির একাধিক সদস্যরা ও ক্লাব সভাপতি। কমিটির তরফ থেকে জানানো হয় বর্তমান করোনা পরিস্থিতির জন্য সমস্ত রকম সুরক্ষার বিধি নিষেধ মেনে পালিত হবে এই বছরের দূর্গা পুজো।