বিনোদন – অভিনেত্রী সুস্মিতা রায়কে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। ডিভোর্স থেকে ব্যক্তিগত জীবন, এমনকি দেহরক্ষীর সঙ্গে ঘোরা—সবই নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ওজন নিয়ে কটাক্ষ। একাংশ নেটিজেন তাঁকে ‘মোটা’, ‘ঢেপসি’ বলে কটাক্ষ করলেও চুপ থাকেননি সুস্মিতা। নিজের জিম করার ভিডিও পোস্ট করে সপাটে জবাব দিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, গত ৬-৭ মাস ধরে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে, পাশাপাশি কোমরে চোট পাওয়ায় শরীরচর্চা করার সুযোগই পাননি। ডিভোর্সের মানসিক চাপ, নতুন ব্যবসা ও একটি সংস্থার দায়িত্ব সামলাতে গিয়ে শরীরের যত্ন নেওয়ার সময় মেলেনি তাঁর। সেই কারণেই ওজন বেড়েছে, ডিপ্রেশন ও টেনশনের প্রভাবও পড়েছে শরীরে। সমালোচনার জবাবে সুস্মিতা বলেন, পুরোনো ভিডিও দেখে মন্তব্য করার আগে তারিখগুলো খেয়াল করা উচিত। তিনি আরও জানান, ডায়েট বা শরীরচর্চা কোনও একবার করলেই আজীবন ফল পাওয়া যায় না, তা নিয়মিত করতে হয়। তবে বর্তমানে তিনি আবার জিমে ভর্তি হয়েছেন এবং শরীরচর্চা শুরু করেছেন। ব্যবসা সামলানোর পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, ভালো সুযোগ পেলে অবশ্যই আবার ক্যামেরার সামনে ফিরবেন।




















